মোঃ ছলিম উল্লাহ ভূঁইয়া, ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে (৫ জুন) শনিবার সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর তত্ত্বাবধানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা -২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাগলনাইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, সহকারি কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হক (মাবু), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম পশু চিকিৎসক ডাঃ আশরাফুজ্জামান।
প্রদর্শনী মেলায় ২৫ টি স্টলে বিভিন্ন জাতের গরু ছাগল হাঁস মুরগি কবুতর ও বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়। এ বিষয়ে বক্তারা বলেন দেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপকভাবে সাফল্য লাভ করেছি হাঁস মুরগির ডিম উৎপাদনেও কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনে ও আমরা সফলতার পথে। প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু পাখি পালনে উৎসাহী হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয় এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এলাকার মানুষকে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি আরো বেশি বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি , এবং বিভিন্নভাবে জনগণদের সহযোগিতা করে আসছি। এ সময় আরো উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া পৌর অর্থ সম্পাদক এম জয়নাল আবেদীন মিয়াজী বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মদ মজুমদারসহ প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ খামারিগন। প্রদর্শনী দের মধ্যে প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় স্থান অর্জন কারি দের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন এবং বাকি সকলকে উৎসাহিত করেন ও ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।