শ্রীণগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদলের বৃহ্মরোপন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪২১ বার পঠিত

শ্রীণগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে বৃহ্মরোপন কর্মসূচি পালিত হয়েছে।

শ্রীণগরে আটপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃহ্মরোপন কর্মসূচী পালন করা হয়।

শুক্রবার আটপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা আশিক ও সিয়াম এর সার্বিক পরিচালনায়, জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসাবে শ্রীনগরের আটপাড়া ইউঃ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক- আরমান হোসেন লিমন মোড়ল, ১নংযুগ্ম আহবায়ক- হাসিব হোসেন , যুগ্ম আহবায়ক- মোঃফরিদ রানা, শ্রীনগর কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক ইমন ,যুগ্ন অাহব্বায়ক সাগর , তন্তর ইউঃ ছাত্রনেতা বিশাল, অপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর