শ্রীনগরে সুজন ও চাঁদের হাট এর আলোচনা সভা অনুষ্ঠিত – অনাকান্তির কন্ঠ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৭৫ বার পঠিত

তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টার-মুন্সীগঞ্জের শ্রীনগরে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও জাতীয় সংগঠন চাঁদের হাট কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা আদর্শ পল্লী উন্নয়ন যুব সমিতি কার্যালয়ে উজ্জীবিক পূনর্মিলনী ২০২১সম্মেলনের আহবায়ক মোঃ জসিম মোল্লা’র ও ডাঃ মাসুম খাঁন ডালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুজন মুন্সীগঞ্জ, চাদেঁর হাট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক পলাশ, সিনিঃ সহ-সভাপতি সুজন, আলহাজ্ব আব্দুল জলিল পাঠান,জাহানারা বেগম সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীনগর উপজেলা পরিষদ। মোঃ রিমন হোসেন দপ্তর সম্পাদক সুজন মুন্সিগঞ্জ, মোঃদীল মোহাম্মদ সহ-সাংগঠনিক সম্পাদক সুজন শ্রীনগর,মোঃ মজিবর মাঝি দপ্তর সম্পাদক সুজন শ্রীনগর,মোঃবাদশা খান সহ-অর্থ সম্পাদক সুজন শ্রীনগর,সদস্য-সুজন মুন্সিগঞ্জ ও সাধারন সম্পাদক চাঁদের হাটঁ মোঃ আল আমিন শেখ, যুগ্ম সম্পাদক চাঁদের হাটঁ মোঃ শহীদুল ইসলাম বাবু,সদস্য- সুজন মুন্সিগঞ্জ ও সাংগঠনিক সম্পাদক ও চাঁদের হাটঁ মোঃ তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক – মোঃ জাকির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মোঃ নুরুজ্জামান সোহেল, শিল্প ও বিজ্ঞান সম্পাদক – মোঃ ফরহাদ হোসেন জনি, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক চাঁদের হাটঁ রেখা আক্তার মহিলা মেম্বার , পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক – কামরুন্নাহার চৌধুরী,আরো উপস্থিত ছিলেনঃ মোঃবারেক খান বাবুল সদস্য- সুজন শ্রীনগর,মোঃআসলাম বেপারি সুজন- সদস্য শ্রীনগর,জাহাঙ্গীর আলম সুজন- সদস্য শ্রীনগর,হারুন রশিদ সাবেক ইউপি,সদস্য, শরিফ সুজন- সদস্য শ্রীনগর,মেহেদী হাসান সদস্য,জাকিয়া সুলতানা মহিলা ইউপি সদস্য,ফরিদা ইয়াসমিন মহিলা ইউপি সদস্য,ইশরা খান সদস্য,মৌমি খান সদস্য,মিথিলা খানম সদস্য,ইশা তাবাসসুম সদস্য, সবুজ আলম সদস্য,আমির হোসেন সদস্য, সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদী সমাজের অন্যায় অবিচার, নেশামুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করে শিক্ষা বিস্তারে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর