বঙ্গবন্ধুর দর্শন ,সমবায়ে উন্নয়ন-অনাকান্তির কন্ঠ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৮২ বার পঠিত

মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া, ছাগলনাইয়া,(ফেনী) প্রতিনিধিঃ সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা, সমবায়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য উপাত্তের বিষয়বস্তু ও সমবায়ীদের কে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ছাগলনাইয়া স্টার ইসলামী (ফাউন্ডেশন) বহুমুখী সমবায় সমিতি লিঃ প্রাঙ্গণে রবিবার (১৩জুন) সকাল ১০টায় দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ছাগলনাইয়া উপজেলা সমবায় অফিসার মোঃ ইউসুফ ভুঁইয়ার সভাপতিত্বে তিনি স্বনির্ভর গ্রামীণ অর্থনীতি গঠনে সমবায় সমিতির ভূমিকা ,সমবায় সমিতির ঋণ খেলাপি প্রতিরোধে প্রশাসনিক সহযোগিতা ও সমবায় সমিতির অডিট সম্পাদনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

কৃষি খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মত উম্মে সালমা। তিনি বাড়ির আঙিনায় শাকসবজি ফলমূল চাষ করে কিভাবে আয় বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মোঃ এরফানুল হক সমবায় সমিতির মূলধন গঠন ও বিনিয়োগের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সহ সমবায় সমিতির বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করেন।

 



উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আফসারুজ্জামান গবাদি পশু পাখির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সময় মত টিকা প্রদান চিকিৎসা করা,ডেইরি ও মুরগির ফার্ম গঠনে উৎসাহিত করা , পশুপাখির জাত উন্নয়ন পরিচর্যা ও প্রতিপালন সম্পর্কে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন ১। স্টার ইসলামি (ফাউন্ডেশন) বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি, মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া, সহ-সভাপতি বিবি জাহেদা, অর্থ সম্পাদক তানজিনা আক্তার, ২।ছাগলনাইয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক ,মির্জা আবুল কাশেম ৩।একতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি, অহিদুল্লাহ টিপু ৪।জনসেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি ,মোঃ শামীম ৫।কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সদস্য সহ উপজেলা সহকারী পরিদর্শক মোঃ সোহেল চৌধুরী ও মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া সহ আরো অনেক সমবায়ী উপস্থিত ছিলেন।

পরিশেষে উপজেলা সমবায় অফিসার মোঃ ইউসুফ ভুইয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর