ছাগলনাইয়ার আহত পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন কে হাসপাতালে দেখতে আসেন|| শিরীন আখতার এমপি- অনাকান্তির কন্ঠ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৪০ বার পঠিত

মোঃ ছলিমউল্লাহ ভূঁইয়া ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড পূর্ব ছাগলনাইয়া কাউন্সিলর মুন্সি নূর হোসেন।
শনিবার (১২ জুন) রাতে উপজেলার মোকামিয়া এলাকায় মোটর সাইকেলে চালানোর সময় এক যুবককে বাঁচাতে গিয়ে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ সময় তার মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল থেকে ১৩ জুন উন্নত চিকিৎসার জন্য ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত ডাক্তার।
সোমবার (১৪ জুন ২০২১) বিকালে ঢাকা গ্রীন লাইফ হসপিটাল আইসিওতে প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মুন্সী নূর হোসেন কে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে ছুঁটে আসেন ফেনী-১ আসনের সংসদ শিরীন আখতার এমপি।

এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটি সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আনজু, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রশিদুল হক ননী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর