মোঃ ছলিমউল্লাহ ভূঁইয়া, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
দুই মাস আগে বিয়ে হয় আসাদ ও লিমার। বিয়ের পর কয়েকদিন সুখে কাটলে ও প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। (১৮ জুন) শুক্রবার স্বামীর বাড়িতে মিললো স্ত্রীর লাশ।
শুক্রবার সকালে রোকসানা আক্তার লিমার (১৮) লাশ উদ্ধার করে ছাগলনাইয়া থানা পুলিশ।
ছাগলনাইয়া থানাধীন মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য লিমার স্বামী আসাদ আলী এবং শাশুড়ি জাহানারা বেগমকে থানায় নেয়া হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, পশ্চিম দেবপুর গ্রামের পাকিস্তান প্রবাসী আবু তাহের ছেলে আসাদ আলীর সঙ্গে ২ মাস আগে ফুলগাজী উপজেলা ফেনাপুষ্করনী গ্রামের প্রবাসী মোঃ মোস্তফার মেয়ে রোকসানা আক্তার লিমার বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। গত বৃহস্পতিবার রাতে ঝগড়া করে দুজন দুই রুমে ছিলেন।
শুক্রবার সকালে লিমার রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে জান তার শাশুড়ি। সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে দেখেন ফাঁসিতে ঝুলছেন লিমা।
ঘরের লোকজন ফাঁসের ওড়না কেটে ঝুলন্ত লাশ ঘরের মেঝেতে নিয়ে যান।
খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, লাশের গলায় ফাঁসের দাগ রয়েছে।
শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা যাবে।
জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এবং শাশুড়িকে থানায় আনা হয়েছে।