লৌহজংয়ে ২য় ধাপে দরিদ্র ও অসহায় পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন এ প্রায় ৬০০ অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১০ ঘটিকার দিকে কুমারভোগ ইউনিয় পরিষদ প্রাঙ্গনে এ উপহার বিতরন করা হয়।
উপহার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।এই সময়ে প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।
পরিচালনা করেন কুমারভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান তালুকদার ,এই সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রশিদ শিকদার, লৌজং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা খান সহ স্থানীয় ইউপি সদস্য ও নেতৃবৃন্দ ।