আকাশ সরকারঃ রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও আটজন নারী ছিলেন। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, নাটোরের দুজন, পাবনার দুজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন ছিলেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ