উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস।। যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলন দুর্ঘটনায় পড়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে তিনি ব্যক্তিগত কারসহ রাস্তার পাশে ডোবায় পড়ে যান। তার বাড়ি মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে। বসবাস করেন যশোর শহরের ঘোপ এলাকায়। শহিদুল ইসলাম মিলন বলেন, বেলা ১১টার দিকে ব্যক্তিগত কারে চড়ে এলাকা থেকে যশোর শহরের উদ্দেশে যাচ্ছিলাম। পথে গৌরিপুর গ্রামে কারটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। ডুবন্ত অবস্থায় দরজা খুলে আমি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হই। পাকা রাস্তা সরু হওয়ায় চাকা পিছলে পড়ে গেছি। আল্লাহর রহমতে সুস্থ আছি, বলেন মিলন।