1. admin@onakanthirkantho.com : admin :
  2. onakanthirkanthobd@gmail.com : SARKAR DBO-TV : SARKAR DBO-TV
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালীতে সামাজিক স্বীকৃতির দাবীতে উপজেলা চেয়ারম্যান সরোয়ার সিপাইর বাস ভবনে কৃষি কর্মকর্তা! ৩য় বর্ষে পদার্পণের মধ্যদিয়ে অভিষেক পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ফরিদপুরে জেলা আওয়ামীলীগের সুধী সমাবেশ সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দেবাশীষ রায় লাকী ও সাধারণ সম্পাদক শাশ্বত ব্রহ্ম রনি নির্বাচিত পূবাইলে ভাদুন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে গ্রেফতার মশ্মিমনগরের ইউপি সদস্য আসাদের বাড়িতে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অসময়ে আমদানি হলো ট্রাকভর্তি আপেল

  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৭২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় ৭-৮ মাস পর দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো অসময়ের আপেল। শনিবার (০৭ আগষ্ট) ও রবিবার (০৮ আগষ্ট) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩টি ট্রাকে ৫১ মেট্রিক টন আপেল এসেছে৷ শনিবার একটি ট্রাকে ১৭ মেট্রিক টন ও রবিবার ২টি ট্রাকে ৩৪ মেট্রিক টন আপেল আমদানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মমিনুল ইসলাম।
স্থলবন্দর সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত অক্টোবর নভেম্বরে সোনামসজিদ দিয়ে প্রচুর পরিমানে ট্রাকভর্তি আপেল আমদানি হয়। তবে এই মূহুর্তে ভারতে আপেলের মৌসুম নয়। ভারত যেহেতু একটি বিশাল দেশ, তাই সেখানকার কোথাও অসময়ে উৎপাদিত আপেল আমদানি শুরু হয়েছে। আগাম জাতের অসময়ের আপেল দীর্ঘদিন পর সোনামসজিদ দিয়ে আমদানি হওয়ায় আপেলের পাইকারি ও খুচরা দামে প্রভাব পড়বে মনে করছেন ব্যবসায়ীরা।
গত মঙ্গলবার (০৩ আগষ্ট) দায়িত্ব নেয়া সোনামসজিদ স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির সভাপতি হারুন অর রশীদ বলেন, ভারত অনেক বড় একটি দেশ। একপ্রান্তে শীত, আরেক প্রান্তে বর্ষা, অপরপ্রান্তে গ্রীষ্মকাল। তাই মৌসুম না হলেও এই সময়ে ভারতে আপেল উৎপাদন হওয়া অস্বাভাবিক কিছু নয়। বছরের নিদিষ্ট সময়ে একেক রকম পন্য আমদানি হয়। কিন্তু কয়েকমাস পর সোনামসজিদ দিয়ে হঠাৎ আপেল আমদানি শুরু হয়েছে। অসময়ের এই আপেলের আমদানি শুরু হওয়া ভালো একটি ব্যাপার। এগুলো অগ্রিম জাতের ভারতীয় আপেল আমদানি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফলের পাইকারী ব্যবসায়ী মোঃ মাসুদ রানা জানান, বাজারে ভারতীয় আপেলের সরবরাহ থাকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। প্রকৃতপক্ষে এই সময়টায় ভারতে আপেল উৎপাদন হয়। তবে এর কয়েক মাস পরেও কোল্ড স্টোরেজের আপেল আমদানি হয়৷ বাংলাদেশে বছরের বাকি সময়টাতে চীন থেকে আমদানিকৃত আপেল বাজারে থাকে। এমনকি বর্তমান সময়েও বাজারে চীনের আপেল সরবরাহ রয়েছে।
তিনি আরও বলেন, মৌসুমের সময় ভারতীয় আপেল আমদানি হয় তখন দাম কমে ১১০-১২০ টাকা কেজি হয়। তবে বর্তমান বাজারে আপেলের দাম কেজিপ্রতি ১৮০-২০০ টাকা। অসময়ে যদি ভারতীয় আপেল আমদানি শুরু হয়, তাহলে অবশ্যই দাম কমবে।
সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন জানান, সাধারণত এই সময়ে ভারত থেকে আপেল আমদানি হয় না। তবে আমাদের ধারণা আগাম জাতের আপেল আসা শুরু হয়েছে। আর দু-এক মাস পর থেকে পুরোদমে আপেল আমদানি শুরু হতে পারে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মমিনুল ইসলাম বলেন, আমরা শুনেছি, ভারতে অসময়ে আপেল চাষাবাদ শুরু হয়েছে। তাই এই সময়ে ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সর্বশেষ অক্টোবর-নভেম্বরে আপেল আমদানি হয়েছে।
গত শনিবার (০৭ আগষ্ট) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে ১০ হাজার ২৪৫ মেট্রিক টন ও রফতানি হয়েছে ৩৫ মেট্রিক টন পন্য। রবিবার (০৮ আগষ্ট) ৮ হাজার ৮৫৬ মেট্রিক টন পন্য আমদানি হলেও রফতানি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © 2019
Design by Raytahost