শ্রীনগরে (কোভিড-১৯)২য় ডোজের কার্যক্রম শুরু
মুন্সীগঞ্জের শ্রীনগর ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৮সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নে ১,২ ও ৩নং ওয়ার্ডে একযোগে এ সেবা দেওয়া হয়।
করোনাভাইরাসের টিকা সংগ্রহে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার প্রাদুর্ভাব শুরুর পরপরই সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা হিসেবে বিনা মূল্যে টিকা দেওয়ার বিষয়টি সরকার অগ্রাধিকার দিয়েছে।তারই অংশহিসেবে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও ওয়ার্ড মেম্বারদের সমন্বয়ে দয়হাটা গাওসুল আযম জিলানীয়া দাখিল মাদ্রাসায় করোনার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।