স্টাফ রিপোর্টারঃ
আরএমপিতে পঙ্গুত্বকে ঢাল বানিয়ে গ্রেফতার বাণিজ্যের শিরোমনি এসআই/মকবুল
হোসেনের দূর্নীতির চিত্র সংবাদ প্রকাশের পর প্রমাণিত হওয়ায় রেলওয়ে,
পুলিশে বদলী।
গত ইং ২৯/০৬/২০২১ তারিখ হইতে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আরএমপির
রাজপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই/ মকবুল হোসেন বিরুদ্ধে নিজের শারীরিক
পঙ্গুত্ব, রাষ্ট্রীয় পদক ও গুরুত্বপূর্ণ সেকেন্ড অফিসারে চেয়ারকে ঢাল
বানিয়ে গ্রেফতার বাণিজ্য করা, নিরীহদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ
বিভিন্ন জুয়ার স্পর্ট, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও লক্ষীপুরসহ রাজপাড়া থানায়
এলাকার দেহ ব্যবসায়িক হোটেল, মধু ফাঁদ পাতা দেহ ব্যবসা করা বিভিন্ন বাড়ী
থেকে মাসিক মাসোহারা গ্রহণ। রাজশাহী মহানগরীর আলোচিত জামাতের নেত্রী ডাঃ
ফাতেমা সিদ্দিকা সাথে গোপনে, প্রকাশ্যে যোগাযোগ থাকা এবং বনেগেছেন
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হলদারপাড়া এলাকার স্থায়ী নাগরিক
এবং অল্প সময়েই গড়েছেন সম্পদের পাহাড় এসব দূর্নীতির অভিযোগগুলো বিভিন্ন
সামাজিক গণযোগাযোগ মাধ্যমে নিয়োমিত সংবাদ প্রকাশের পর আরএমপির উর্দ্ধতন
কর্তৃপক্ষের নজরে পড়লে দূর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় রাজপাড়া থানার
সেকেন্ড অফিসার এসআই/মকবুল হোসেনকে আরএমপি হইতে রেলওয়ে পুলিশে বদলী করা
হয়েছে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস
বলেন, পুলিশ হেডকোয়ার্টাস কর্তৃক এসআই/মকবুল হোসেন এর রেলওয়েতে বদলীর
আদেশ হওয়ায় তাকে আরএমপি হইতে প্রস্থান করা হয়েছে।