ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর রাত ২১০০ হতে ২৫ সেপ্টেম্বর সকাল ৫০০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে চকপাড়া ও সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তর এবং চকপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অদ্য রাত ০২৩০ ঘটিকায় চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮২/৪-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন উনিশবিঘী নামক স্থান হতে মালিকবিহীন ৫০ গ্রাম হেরোইন এবং ১৯০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-১ লক্ষ ৫৭ লক্ষ টাকা। উদ্ধারকৃত হেরোইন এবং ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ফেরদৌস সিহানুক শান্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১৭৫৮৩৫৪২৭১