স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর দুইটি উপজেলার ১৫টি ইউনিয়ন রয়েছে দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহীর দুইটি উপজেলার ১৫টি ইউনিয়ন রয়েছে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।নিজস্ব প্রতিবেদক : দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহীর দুইটি উপজেলার ১৫টি ইউনিয়ন রয়েছে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এদিকে, দ্বিতীয় ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোদাগাড়ীর আটটি ও তানোরের সাতটি।ইউনিয়নগুলো হলো- গোদাগাড়ী উপজেলার মোহনপুর, পাকড়ি, মাটিকাটা, দেওপাড়া, বাসুদেবপুর, রিশিকুল ,গ্রোগ্রাম ও চরআষাড়িয়াদহ ইউপিতে এবং তানোর উপজেলার কলমা, বাধাইড়, পাচন্দর, সরনজাই, কামার গাঁ, চাঁন্দুড়িয়া, তালন্দ ইউনিয়ন পরিষদ।