ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৯’শ গ্রাম হেরোইনসহ মোঃ রিপন আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলার সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মেলারমোড়ে এ অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা।
ধৃত ব্যক্তি হচ্ছে জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন ইসলামপুর মিয়াপাড়া মহল্লার মৃত আঃ গফুরের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী’র নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মেলার মোড়ের ওমর ফারুক হার্ডওয়্যার এন্ড স্যানেটারী দোকানের সামনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে বহনকারী প্লাষ্টিকের ব্যাগে থাকা বিপুল পরিমাণ হেরোইনসহ তাকে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।