BCPRTA রাজশাহী জেলার সকল মোবাইল টেকনিশিয়ান মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ BCPRTA রাজশাহী জেলার সকল মোবাইল টেকনিশিয়ান মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। BCPRTA রাজশাহী জেলা কমিটির প্রথম মিটিং সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ।কমিটির উপস্থিত ৫১ সদস্যদের প্রানবন্ত উপস্থিতি প্রোগ্রামটিকে সফল করেছে।উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল্লাহ আল মামুন ,আহবায়ক আব্দুর রাজ্জাক যুগ্ম, আহবায়ক ,কাজী মোঃ আঃ মান্নান যুগ্ম আহবায়ক ,মোঃ আকুল হোসেন মিটু যুগ্ম আহবায়ক

মোঃ সাদিকুল ইসলাম যুগ্ম আহবায়ক

মোঃ মাহাফুজুর রহমান যুগ্ম আহবায়ক

মোঃ পারভেজ হাসান যুগ্ম আহবায়ক

মোঃ সারোয়ার জাহান বাবলু সদস্য সচিব আরো উপস্থিত সম্মানিত ছিলেন ব্যক্তি বর্গ গন।

★BCPRTA রাজশাহীর জেলার মূল উদ্দেশ্য হচ্ছে, রাজশাহী জেলার সকল মোবাইল টেকনিশিয়ান দের মধ্যে একতা।

★সুখে দুঃখে একে অপরের পাশে থাকা।

★রাজশাহী জেলার মোবাইল ফোন টেকনিশিয়ানদের অধিকার আদায়ের সম্মিলিত ভাবে কাজ করা।

★মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের সকল দুর্নীতি দূর করা।

★উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করা।

★আইন শৃঙ্খলা বাহনীর কাজে বিঘ্ন ঘটায় এমন কাজ থেকে বিরত থাকা।

★মোবাইল ফোন দ্বারা সংঘটিত অপরাধ দুরী করনে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য ও প্রযুক্তি ভাবে সহায়তা করা।

★সরকার বিরোধী কোন কাজে আমাদের টেকনিশিয়ান ভাই যেন যুক্ত না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখা।

★সকল প্রকার চোরাই ফোন ক্রয়-বিক্রয় ও সার্ভিসিং থেকে বিরত থাকা।

★মোবাইল ফোন সার্ভিসিং সংক্রান্ত সকল গুণগত মান নিশ্চিত করা।

★রাজশাহী জেলার সকল টেকনিশিয়ানদের মাধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর