ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুলপাড়া আম বাগান এর ভিতরে কুড়ে ঘরের চালের মধ্য হতে মালিকবিহীন ১০১ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা এর আনুমানিক সিজার মূল্য-৩০ হাজার ৩’শ টাকা। উদ্ধারকৃত ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।