মোঃ রাজন ইসলাম
রবিবার ১৭ অক্টোবর ১২ টায় এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১ টার সময় । গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করে ৬০৪৫ জন পরীক্ষার্থী।রুয়েট ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের মাঝে পানির বোতল,হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয় ।
রুয়েট ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু বলেন করোনার দীর্ঘ সময় পরে শিক্ষাব্যবস্থা সচল হবার জন্য সবাইকে অভিনন্দন এবং সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা জানান। এছাড়াও সফলভাবে এরকম গুচ্ছ পরীক্ষা সম্পন্ন করে শিক্ষার্থীদের হয়রানি কমিয়ে আনার জন্য যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
পরীক্ষার্থীদের জরুরি প্রোয়োজনীয় সেবা দিতে উপস্থিত ছিলেন মোহাঃ ইসফাক ইয়াসশির ইপু সভাপতি (ভারপ্রাপ্ত),বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা চৌধুরী মাহাফুজুর রহমান তপু সাধারণ সম্পাদক, রিয়াদ আরেফিন খান সহ-সভাপতি ,আজিজুল হাকিম জিতু সাংগঠনিক সম্পাদক,
প্রনয় সাহা আপ্যায়ন সম্পাদক,তামিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরও অনেকেই