ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম’ বিষয়ে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (অবঃ) মোঃ আবুল কালাম, নবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. ইমরান হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান, জেলা শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল আলম, ফিল্ড অফিসার মোঃ শরিফুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শেষে বিশেষ মোনাজাত ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।