স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার চিহ্নিত ভুয়া কাজী আবু বাক্কার সিদ্দিক ও তার সহযোগী নুর শহিদ’কে আজ চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। জালিয়তির মাধ্যমে নিকাহনামা দলিল সৃজনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুরের জনৈক মনিরুজ্জামান মনিরের দায়েরকৃত ২৮২সি/২০২০ (নবাব) মামলায় হাজিরা দিতে আসলে বেল কেটে এদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই ভুয়া কাজী আবু বাক্কার এর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির পক্ষ থেকে দায়েরকৃত পৃথক পৃথক দু’টি জালিয়তির মামলা চাঁপাইনবাবগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারাধীন রয়েছে।