জনগণের শাসক নয় সেবক হয়ে কাজ করতে চাই মাটিকাটা ইউপিতে ২ নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী হিসাবে আপেল প্রতীকে মোঃমোহব্বাত আলী ( মিন্টু)
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর গোদাগাড়ীতে আসন্ন মাটিকাটা ইউপি নির্বাচনে ২ নং ওয়ার্ড (বিদিরপুর )মেম্বার পদ প্রার্থী হিসাবে আপেল প্রতীকে মোঃমোহব্বাত আলী ( মিন্টু) ,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউপির ২নং ওয়ার্ড (বিদিরপুর) মেম্বার প্রার্থী হিসাবে আপেল প্রতীকে ভোটের মাঠে ওয়ার্ড বাসীর কাছে জনপ্রিয়তায় এগিয়ে আছেন। সমাজ সেবক আওয়ামী লীগের সাধারণ সদস্য ও উত্তরা পল্লী উন্নয়ন সংঘয়ে সাধারণ সম্পাদকঃ মোঃমোহব্বাত আলী ( মিন্টু)কারন হিসাবে ২নং ওয়ার্ডবাসী বলেন,আপেল প্রতীকের প্রার্থীকে মোঃমোহব্বাত আলী ( মিন্টু) বিগত ১ যুগ থেকে শুরু করে এই পর্যন্ত তার ব্যাক্তিগত উদ্যোগে ৬নং মাটিকাটা ইউপির ২ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের জনদুর্ভোগ নিরসনে ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন। এছাড়াও তরুণদের সঙ্গে নিয়ে মাদক নির্মুলে গ্রামের মাঠে খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি। এতে করে একজন তরুণ প্রজন্মের উত্তরা পল্লী উন্নয়ন সংঘয়ে সাধারণ সম্পাদকঃমোঃমোহব্বাত আলী ( মিন্টু) কে হাত ছাড়া করতে চাচ্ছে না ২নং ওয়ার্ডবাসীর সাধারণ জনগন।মোঃমোহব্বাত আলী ( মিন্টু) রাজনৈতিক ভাবে মাটিকাটা ইউপি আওয়ামী লীগের সাধারণ সদস্য পল্লী উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক হিসেবে অনেকদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন। মোঃমোহব্বাত আলী ( মিন্টু) , এলাকাবাসী বিভিন জনদুর্ভোগ,পারিবারিক কন্দল ও বিভিন্ন সরকারি সুবিধা ভুগিদের কার্ড পেতে ওয়ার্ড বাসীর জনসাধারণ কে সহোযোগিতা করে আসছেন মোঃমোহব্বাত আলী ( মিন্টু) তাই এলাকাবাসী জানায় আপেল প্রতীকে এলাকাবাসী সবাই ভোট দিয়ে মেম্বার হিসেবে জয়যুক্ত করতে চাই ।
Leave a Reply