স্টাফ রিপোর্টারঃ
অভিযোগ প্রমানিত না হওয়ায় মাদককান্ডে অভিযুক্ত সেই রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান খালাস পেলেন। রবিবার(৩১ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত তাকে খালাশ প্রদান করেন। তবে তার সাথে থাকা ওয়াহিদুজ্জামান লাজুক কে একই আদালত ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
পাবলিক প্রসিকিউটার ও আদালত সূত্রে জানা যায়, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান ও তার সহযোগী ওয়াহিদুজ্জামান লাজুকের বিরুদ্ধে মাদক আইনে চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর একটি মামলা দায়ের করলে দীর্ঘ শুনানী শেষে রবিবার বিকেলে আসামীদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী মামলার প্রধান আসামী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান কে বেকসুর খালাস এবং তার সহযোগী ওয়াহিদুজ্জামান লাজুককে মাদক বহনের অভিযোগে ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট আব্দুস সামাদ।