কাজী এনায়েত, রাজশাহীঃ
রাজশাহী জেলার গোদাগাড়ীতে বিদেশী পিস্তল ও হেরোইনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃতের হলেন, মোঃ অসিম আলী (২৫)।
গতকাল (৬ নভেম্বর) রাত সোয়া ১১টায় গোদাগাড়ী থানাধীন সরমঙ্গলা বেলতলা গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ হতে লোহার তৈরী পিস্তল-১টি, ম্যাগজিন-২টি, গুলি – ৩ রাউন্ড, ও হেরোইন-১০০ গ্রাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চাঁদপুর গ্রামের মোঃ ফিটু মিয়ার ছেলে মোঃ অসিম আলী।
অভিযান পরিচালনা করেন কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ধারা- The Arms Act, 1878 এর 19A এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, এর ৩৬ (১) সারনী ৮(গ) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।