কাজী এনায়েত রাজশাহী:
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাকেল চালক মো বাবু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। তবে ওই বাইকের পেছনে থাকা আরেক যুবক বাবু বেচে যান। বাবু জিয়া পার্ক এলাকার মৃত সেলিমের ছেলে। সোমবার দুপুর ২ টার দিকে কাশিয়াডাঙ্গা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু কাশিয়াডাঙ্গা উত্তর গুড়িপাড়া মৃত নইমুদ্দিন খাঁনের ছেলে।
এ তথ্য নিশ্চিৎ করেন কাশিয়াডাঙ্গা থানার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ।
ওসি জানান, বেলা ২ টার দিকে একটি এ্যপাচি নীল রং এর বাইক নিয়ে কোট স্টেশন থেকে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছিলেন গুড়িপাড়া এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে বাবু। এ সময় অপর দিক থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনা স্থলে বাবু গরুতর জখম হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসাধিন অবস্থা বাবু মারা যায়। গাড়ি দুইটি থানা পুলিশ উদ্ধার করে জব্দ করা হয়েছে।