সোহেল রানা বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ শ্রী ধীরেন্দ্রনাথ সরকারে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। ৪ নভেম্বর ২০২১ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের নিজ গ্রাম চাইসারায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। শেষে পারিবারিক নিজ গ্রামে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ডাঃ শ্রী ধীরেন্দ্রনাথ সরকারের বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ শ্রী ধীরেন্দ্রনাথ সরকারে শেষকৃত্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ও সঙ্গী ফোর্স।
গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিজন সরকার। গোবিন্দপাড়া ইউনিয়নের পরিষদের সদস্য জনাব মোঃ রাজা মন্ডল। বীর মুক্তিযোদ্ধা বাগমারা উপজেলার কমান্ডার সহ পরিবারের সদস্য সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।