চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মসজিদপাড়া বিগ ক্রিকেট টুর্নামেন্টের (টি-২০) চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদ্য স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. মোখলেসুর রহমান, সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল, ১৫ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপপতি আসাদুল হক জুসুম, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করে মসজিদ পাড়া ও গোদাগাড়ি ক্রিকেট দল। এতে চ্যাম্পিয়ন হয় মসজিদপাড়া। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ প্রাইজমানি ১০ হাজার টাকা এবং রানারআপ দলকে ট্রফিসহ ৫ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। মসজিদপাড়া ক্রিকেট প্রেমীর ব্যানারে আয়োজিত এই টুর্নামেন্টে ১০টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।