ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। পৃথক পৃথকভাবে এই অভিযান চালায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র সদস্যরা।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর গভীর রাতে তেলকুপি বিওপির নায়েক মো. হাসিমুদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ছিয়াত্তর বিঘা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের মো. ভোদুর ছেলে সারওয়ার হোসেন ঝান্টু (২৬)কে ৩০৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
একই দিন নিজস্ব তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে সোনামসজিদ বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে তাহখানা রংধুনু পার্ক এলাকায় অভিযান চালায় টহল দল। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
একই দিন অপর অভিযানটিও নিজস্ব তথ্যের ভিত্তিতে চালানো হয়। রাত সাড়ে ১১টায় আজমতপুর বিওপির হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ১১ নভেম্বর রাতে কামালপুর বিওপির হাবিলদার মো. এমদাদুল কবীরের নেতৃত্বে টহল দল দৌলতবাড়ী ব্রীজ অভিযান চালিয়ে মালিকবিহীন ১৮০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।
Leave a Reply