মোঃমাসুদ আলী (পুলক)রাজশাহী ব্যুরোঃ-
বিভিন্ন সরকারি ও চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ আর এম পি রাজশাহী বোয়ালিয়া মডেল থানা
বৃহস্পতিবার রাত্রি সাড়ে নয়টার সময় নগরীর তেরোখাদিয়া পশ্চিম পাড়া রেজাউল ইসলামের বাসা থেকে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রামের বেকার যুবকদের টার্গেট করে ভুয়া নিয়োগপত্র দিয়ে অভিনব এ প্রতারণা চালিয়ে আসছিলেন ওই চক্রের সদস্যরা।
গ্রেফতাররা হলেন- উপশহর এলাকার মোঃঅমি ও বহরমপুর এলাকায় এক জন যুবক
পুলিশ জানায় প্রতারক চক্রটি সরকারি বিভিন্ন বাহিনী ও সংস্থায় চাকরিতে নিয়োগের দেওয়ার কথা বলে প্রতারণা করে দীর্ঘ দিন ধরে অর্থ আদায় করছিল। গোপন তথ্যের ভিত্তিতে দুই জনকে আটক করা হয়েছে।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে নর্দান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড নেস্কো নামের আড়ালে বিভিন্ন বাহিনী ও সংস্থায় চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করতেন। ওই ভুয়া নিয়োগপত্র আসল হিসাবে সরবরাহ করে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে।
চক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টায় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। ও প্রতারক মোঃঅমি জানায় যে এই প্রতারনার সাথে আরো 11 জন জড়িত এই নিউজ লেখা পর্যন্ত এতোটুকুই তথ্য পাওয়া গেছে।