মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যাব-৫, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৯ নভেম্বর) শুক্রবার সকাল ৬টার
গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কালীনগর গ্রামে ৩ হাজার ৭২০ লিটার চোলাইমদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী’র নেতৃত্বে জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কালীনগর গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে স্থানীয় মানুষজনের উপস্থিতিতে মাদকগুলো নষ্ট করা হয়। এঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব।
আটককৃতরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কালীনগর গ্রামের মৃত চাঁন মুন্সী ছেলে আব্দুল মান্নান (৫১), একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ওরফে ঝিলিক (২৫) ও মৃত রুহুল আমিনের ছেলে সিফাত হোসেন (২০) গ্রেফতার করেছে।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন মাদক মুক্ত সমাজ গড়ুন।