নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প একটি অপারেশন দল অদ্য ২১ নভেম্বর ২০২১ ইং তারিখ রাএী ১২:১৫ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্টি মোড় সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নং ১৩, তারিখ- ১১/০৯/২০২১, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ও জিআর-২৩৯/২১(চারঘাট) এর এজাহার নামীয় হত্যা মামলার পলাতক আসামী মোঃ আঃ হালিম (২৯), পিতা- মোঃ আঃ হামেদ, সাং- টাংগন, থানা-চারঘাট, জেলা- রাজশাহীকে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্টি মোড় সংলগ্ন ১৮ তলা ভবনের সামনে পাকা রাস্তার সামনে হতে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে, একই তারিখ রাএী ০২:৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাংগন এলাকা হতে মতিহার থানার মামলা নং- ০৭, তারিখ- ০৪ মে ২০১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯(১) এর ৯(ক) সংক্রান্তে ০১ (এক) বছর সাজাপ্রাপ্ত আসামী মোঃ জসিম উদ্দিন (২৭), পিতা- মোঃ আজিজুল ইসলাম, সাং- টাংগন পূর্বপাড়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে আটক করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন সু-শৃঙ্খল সমাজ গড়ুন।