রাজন ইসলামঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
রবিবার ২৮ নভেম্বর বেলা ১১ টায় ধানমন্ডি ৩২ এ অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ শাহরিয়ার আলম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডাঃ মনসুর রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আকতার জাহান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, সদস্য জাহিদ হোসেন কিরণ, রাজশাহীর তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, আবু হুসাইন বিপু, তৌহিদ আল হোসেন তুহিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ হোসেন নয়ন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতীয় চার নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন পরে দুপুর দেড়টায় বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী সহ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গোলাপের পাপড়ি ছড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়৷ উল্লেখ্য, জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত করে গতকাল শনিবার চিঠি দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ঘোষণার পর রাজশাহীসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেছে।গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
এছাড়া আগামী বুধবার ১ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের জন্য সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যাবেন রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply