স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ১৭৭ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ০৩ জন আটক করেছে ,গতকাল ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ০৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রামের ইদু চেয়ারম্যান এর পরিত্যক্ত জুট মিল সংলগ্ন এলাকায় র্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ১৭৭ বোতল ফেন্সিডিল, খেলনা পিস্তল, ও ধারালো চাপাতিসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
আটককৃত আসামিরা রাজশাহী গোদাগাড়ী থানাধীন এলাকার বাসিন্দা ১। মোঃ শাহারিয়ার নাজিম জয় (২১), পিতা- শহিদুল ইসলাম, সাং- মাদারপুর ডিমভাঙ্গা, ২। মোঃ পরশ @ মাহিদ হাসান(১৯), পিতা-মোঃ কবিরুল ইসলাম,সাং- বুজরু রাজারামপুর (হলের মোড়), ৩। মোঃ তারেক মাহফুজ (১৯), পিতা-মোঃ আঃ মালেক, সাং-সিএন্ডবি গড়ের মাঠ।
আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।