স্টাফ রিপোর্টার
মোঃ রবিউল ইসলাম মিনাল……
রাজশাহীর গোদাগাড়ীতে ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ।
ধৃত আসামী ১। মোঃ সোহেল @ লিটন (৪২), পিতা- সাইদুর রহমান, মাতা- মোসাঃ সুদানা বেগম, সাং- সাব্দিপুর ট্যাকপাড়া, থানা-গোদগাড়ী, জেলা- রাজশাহী, ২। মোঃ ফারুক @ ফাহারুল (২৮), পিতা- মোঃ আমির আলী, সাং- শিবসাগর আদর্শ পাড়া, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ইং-০২/০৩/২০২২ তারিখ ৩টা.৪৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সাব্দিপুর ট্যাকপাড়া আসামী মোঃ সোহেল @ লিটন (৪২), পিতা- মোঃ সাইদুর রহমান এর বসত বাড়ীর সামনে পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীদের হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ১০,০০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।