মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় নৌ-পুলিশের অভিযানে ১৬ মণ জাটকা ইলিশ উদ্বারঃ
মোঃ মোজাহিদুল ইসলাম লৌহজং (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নৌ-পুলিশের অভিযানে ১৬ মোন জাটকা ইলিশ উদ্বার করা হয়েছে।যার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা। উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ সূত্রে জানাযায় মঙ্গলবার সকালে মাওয়া নৌ-পুলিশ ফাড়ীর ইনচার্জ আবু তাহের মিয়ার নেতৃত্বে নৌ-পুলিশের একটি টিম মাওয়া মৎস্য আড়ত ও পুরাতন ঘাট এলাকায় জাটকা বিরোধী অভিযান চালায়। এ সময়ে পরিত্যাক্ত অবস্থায় ৬৪০ কেজি অর্থাত ১৬ মোন জাটকা ইলিশ উদ্বার করা হয়েছে। উদ্ধারকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও গরীব মাঝে বিতরন করা হয়েছে।