মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া ছাগলনাইয়া ফেনী প্রতিনিধি ঃ ফেনীর ছাগলনাইয়ায় ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত ও ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ড প্রাপ্ত আসামী মোহাম্মদ মহিউদ্দিন পাটোয়ারী কে পাঠাননগর এলাকা থেকে ১২/০৪/২২ইং তারিখ রাতে গ্রেফতার করেন ছাগলনাইয়া থানা পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) অতিরিক্ত দায়িত্ব (ছাগলনাইয়া সার্কেল) মোঃ মাশকুর রহমান, পিপিএম এবং ছাগলনাইয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ এর দিক নির্দেশনায়, এসআই মহিম উদ্দিন মাসুম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
আসামী ছাগলনাইয়া উপজেলার গন্ধব্যপুর গ্রামের ছালেহ আহমদ পাটোয়ারীর ছেলে। গ্রেপ্তারের পর আসামিকে অদ্য ১৩/০৪/২২ ইং তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।