কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, চিত্র প্রদর্শনী, কবিতা আবৃতি, নৃত্য, যেমন খুশি তেমন সাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় জেলা কালেক্টরিয়েট ভবনের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা য়াত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বাঙ্গালি সংস্কৃতির বিভিন্ন উপকরণ ঢেকি, কুলা, তবলা, পালকি, মাছসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।