মোঃ ছলিম উল্যাহ ভূইয়া ছাগলনাইয়া ফেনী প্রতিনিধি ঃ ফেনীর ছাগলনাইয়ায় ৫ নং মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে ইফতার মাহফিল ও প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়।
১৮ এপ্রিল সোমবার চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরনকালে ৫ নং মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপ এর এমডি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুন,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ মাহি রাসেল,মহামায়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,ইউপি সদস্য জমির উদ্দিন বাবু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক মাইনুল করিম অনিক সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ড এর দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে ৫ নং মহামায়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরন করা হয়।