গজারিয়ায় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটের চর দে এ মান্নান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ইয়াছিন সুলতানা, জেলা পরিষদ সদস্য, সাইদুর রহমান খান,বিশেষ অতিথি ছিলেন টেংগারচর ইউপি চেয়ারম্যান, কামরুল হাসান ফরাজী, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান, শহীদুজ্জামান জুয়েল, ইমামপুর ইউপি চেয়ারম্যান ,হাফিজুজ্জামান জিতু, গজারিয়া ইউপি চেয়ারম্যান,শফিউল্লাহ শফি, ভবেরচর ইউপি চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন,গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, প্রমুখ।