আল্লাহকে খুশি করার জন্য সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এসে দাঁড়িয়েছি : কবি আসমা সরকার
মারুফ সরকার ,ঢাকা :
সায়রা খাতুন পাঠাগারের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কবি ও লেখক আসমা সরকার বলেছেন, মানুষকে নয়, আল্লাহকে খুশি করার জন্য অসহায়, নির্যাতিত, সুবিধাবঞ্চিত পথকলি স্কুলের শিশুদের পাশে দাঁড়াই। সমাজের সব বিত্তশালীরা যদি একযোগে এদের পাশে দাঁড়াত, তাহলে চলার পথে বিভিন্ন স্থানে পথকলি শিশুদের নেশাগ্রস্ত দৃশ্য দেখতে হত না। আমি শেরে বাংলা পথকলি স্কুলের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, ছিটকে পড়া শিশুদের এনে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করছে, মানবিক মানব হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।
আজ ২২ এপ্রিল, ২০২২ শুক্রবার সকালে হাজারীবাগ বালুর মাঠ, ঝাউতলাস্থ শেরে বাংলা পথকলি স্কুলের শিশুদের মাঝে নিজের লেখা বই উপহার ও তাদের সেমাই, চিনি, দুধ বিতরণ পূর্বে এসব কথা বলেন।
সায়রা খাতুন পাঠাগারের উদ্যোগে পথকলি স্কুলের শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়৷ এসব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, শেরে বাংলা পথকলি স্কুলের সভাপতি আর কে রিপন, স্কুলের শিক্ষক অভিভাবক সহ, অন্যান্য নেতৃবৃন্দ৷