মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ায় উত্তর সতর গ্রামে উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদারের নামে সড়ক ও গেইট এর শুভ উদ্বোধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-০১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি।
অদ্য ২৫ এপ্রিল সোমবার বিকাল সাড়ে তিনটায় উত্তর সতর ঈদগাহ মসজিদের দক্ষিণ- পশ্চিম প্বার্শে উক্ত সড়ক ও গেইট এর শুভ উদ্বোধন সম্পন্ন করা হয়। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মেম্বার, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, পৌর অর্থ সম্পাদক জয়নাল আবেদীন মিয়াজী, মহামায়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।
উদ্বোধনকালে শিরীন আখতার এমপি বলেন, এভাবে পর্যায়ক্রমে এলাকার সকল মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়ক ও গেইটের নামকরণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরনীয় করে রাখা হবে।