মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের বদলিজনিত বিদায়ের কারণে ছাগলনাইয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
অদ্য ১২ ই মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভা কক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে আজকের প্রধান আকর্ষণ সংবর্ধিত অতিথি ইউএনও সাজিয়া তাহের বক্তব্য রাখেন। এছাড়াও ছাগলনাইয়া প্রেসক্লাবের সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ শেখ কামালের সভাপতিত্বে, দৈনিক ইনকিলাব ও আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবজমিন/হকার্স পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, নয়া দিগন্ত/অজেয় বাংলা পত্রিকার প্রতিনিধি আবুল হাসান, দৈনিক ফেনীর প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি আব্দুল আউয়াল চৌধুরী, সরেজমিন বার্তা/ সমসাময়িক প্রতিদিন/ বিচিত্র খবরের প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, আমাদের সময়/স্টার লাইন পত্রিকার প্রতিনিধি শাহ আলম, আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি জিয়াউল হক রুবেল, বাংলাদেশ টুডে পত্রিকার প্রতিনিধি কফিলউদ্দিন, দৈনিক নয়া পয়গ্রাম পত্রিকার প্রতিনিধি কাজী নুরুল আলম নিলু, দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি যতীন্দ্র সূত্রধর, সন্ধ্যাবাণী পত্রিকার প্রতিনিধি মশিউদ্দৌলা রুবেল, একুশে সংবাদ/অনাকান্তি পত্রিকার প্রতিনিধি মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি সেপাল নাথ, সরেজমিন বার্তার প্রতিনিধি আবদুল হান্নান, প্রভাত আলোর প্রতিনিধি মিলন খন্দকার, নয়া আলোর প্রতিনিধি দেলোয়ার হোসেন, আমাদের নতুন সময় এর প্রতিনিধি শাহ মোহাম্মদ ফয়সাল।
উল্লেখিত সংবর্ধিত অনুষ্ঠানে বিদায়ী অতিথি সাজিয়া তাহেরের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত হয়।