মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া ছাগলনাইয়া ফেনী প্রতিনিধি ঃ ফেনীর দাগনভূইয়ায় অফিসার্স ক্লাবে রাজাপুর ইউনিয়ন পরিষদ অফিস নিয়ে সৃষ্ট সমস্যার সন্তোষজনক সমাধান করেন ফেনী – ০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি।এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করে উক্ত সমস্যার সমাধান করা হয়।
রাজাপুর ইউনিয়ন পরিষদ অফিসের সৃষ্ট সমস্যার সুষ্ঠু সমাধান করায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানান।সভাশেষে নিজাম হাজারী এমপি রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সী বাজার ও রাজাপুর বাজারে যান। এসময় হাজার হাজার জনসাধারণ রাস্তার দুপাশে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন,দাগনভুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী ও মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।