মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া ছাগলনাইয়া ফেনী প্রতিনিধি ঃ ফেনীর পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের বিশেষ দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব, এসআই আলমগীর হোসেন, এএসআই সৌরজিৎ বড়ুয়া, এএসআই আবদুল মতিন, এএসআই সাইদুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য ০৩/০৬/২২ ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে পরিকল্পিত খুনের ৪ আসামীকে বক্সমাহমুদ এলাকা থেকে গ্রেফতার করেন পরশুরাম থানা পুলিশ।
আসামীদ্বয় গত ১০/০৩/২৩ ইং তারিখ সন্ধ্যা ৭-৮ ঘটিকার সময় পরশুরাম থেকে ছাগলনাইয়া পাকা রাস্তার উপর খন্ডল ব্রিক্সস ফিল্ডের দক্ষিন পাশে বাদী একরাম হোসের বৃদ্ধ পিতা জসিম উদ্দিন (৫৮) খন্ডলহাই বাজারে ধান বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আক্রমন করে সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেবার জন্য ছুরি দিয়ে আঘাত করে এবং তাতে জসিম উদ্দিনের মৃত্যু হয়।
উপরোক্ত আসামীদ্বয় হল১.শিশির কুমার(২০), পিতা-নুপুর কান্তি দে, মাতা-গায়ত্রী রানী দে, সাং- উত্তর তালবাবাড়িয়া (পরিমল চৌধুরীর বাড়ি),৪ নং বক্সমাহমুদ ইউপি, পরশুরাম,ফেনী, ২.মোঃ ইব্রাহিম (২২), পিতা-মোঃ আবুল কাশেম,মাতা- জাহানারা বেগম ৩ নং ওয়ার্ড, সাং-চারি গ্রাম ( হানিফ নেতার পাশের বাড়ি),৪নং বক্সমাহমুদ ইউপি, পরশুরাম, ফেনী, ৩.মোঃ আরমান হোসেন মুন্না,পিতা-মোঃ এমরান হোসেন,মাতা-ছালেহা আক্তার, সাং-উত্তর চারিগ্রাম(এমরান বাবুর্চির বাড়ি),পরশুরাম, ফেনী, ৪.মোঃ রাকিবুল ইসলাম,পিতা- বাবুল মিয়া,মাতা- ছবুরা বেগম, সাং-দক্ষিন শ্রীপুর (সিরাজ মেম্বারের বাড়ি), ফুলগাজী,ফেনী।
গ্রেফতারের পর আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।