বিসি এস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাবার মুখ উজ্জ্বল করলেন মেয়ে।
মোঃ রবিউল ইসলাম (বাবু) :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার পাটাচোরা গ্রামের মোঃ জহিরুল ইসলামের মেয়ে মোছাঃ রোকসানা খাতুন, বিসি এস ক্যাডার হয়ে বাবা মা সহ গোটা এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে । তবে এর আগে এই গ্রামে বিসি ক্যাডার উল্লেখিত কেউ ছিলো না। এই গ্রামে সর্ব প্রথম সাফল্য অর্জন করে রোকসানা , তাতে পুরা গ্রামবাসী গর্বিত। বাবা জহিরুল ইসলাম ও মা আমেনা খাতুন জানায় যে, চার সন্তানের মধ্যে ছোট মেয়ে রোকসানার বিসি এস ক্যাডারের সাফল্যই আমি অত্যন্ত খুশি হয়ে নজর আনা হিসাবে, গ্রামবাসীর উদ্দেশ্য গরু-ছাগল জবাই করে, সবাই একসাথে আনন্দ ভাগাভাগা করে নিই ।
আরও জানা যায় , রোকসানা বলেন আমি এসএসসি গোল্ডেন এ প্লাস, ও এইচএসসিতে এ প্লাস, এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ২০১৮ সালে এমবিবিএস পাস করি। তারপর ৪২ তম বিসি এস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে আমিও অনেক আনন্দিত। আল্লাহ যেন জনসাধারণ মানুষের সেবা করার তাওফিক দেন। বাকি সময় যেন মানুষের উন্নয়ন মূলক সেবার কাজে নিয়োজিত থাকতে পারি ।