সাংবাদিকদের মানববন্ধন চলাকালীন প্রাপ্ত সাংবাদ বিজ্ঞ আদালত থেকে সাংবাদিক ফারুকের জামিন মঞ্জুর
মাফরোজা ভেড়ামারা (কুষ্টিয়া ) প্রতিনিধি-
অকুতোভয় কলম সৈনিক সাংবাদিক ওমর ফারুক এর নিঃশর্ত মুক্তি মামলা প্রত্যাহারের দাবিতে ভেড়ামারায় সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন।
আজ সোমবার বেলা ১১.০০ টার সময় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে সময়ের সাহসী সাংবাদিক ওমর ফারুক এর নিঃশর্ত মুক্তির দাবিতে ভেড়ামারা প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দীন বাচ্চু, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আজিজ, নাগরিক কমিটির মহাসচিব আসলাম হোসেন, সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তরের প্রতিনিধ রেজাউল করিম, কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আব্দুল মান্নান, আজকের পত্রিকার সাংবাদিক বাবলু মোস্তাফিজ, সাংবাদিক অ্যাডভোকেট মনির উদ্দিন মনির, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, ভোরের ডাক প্রতিনিধি সেলিম মাহামুদ, সাংবাদিক ওলিউল ইসলাম ওলি, আজিজুল হাকিম, হেলাল মজুমদার, মনোয়ার হোসেন মারুফ, ইসমাইল হোসেন বাবু, মানবজমিন প্রতিনিধি মোঃ শাহ জামাল, সাংবাদিক ফয়জুল হক মিলন, মাসুদ রানা, এখলাস হোসেন, ইয়ামিন হোসেন,আরিফুল ইসলাম, নোমান জহির রাজা, উজ্জল হোসেন, জাহিদ হাসান, মোহন, ফয়সাল, মাহমুদউল্লাহ সোহেল, নারী সাংবাদিক রুকাইয়া, আহসান হাবিব, প্রান্ত, রকিবুল প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে কারান্তরীন সাংবাদিক ওমর ফারুক এর নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধন শেষে প্রশাসন ও রাজনীতিবিদদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।