মার্কেটের বিদ্যুৎ মিটার চুরির ঘটনায়
তিন শতাধিক দোকান সহ ইন্টারনেট সেবার বিঘ্ন
গজারিয়া উপজেলার জনবহুল ভবেরচর বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের প্রধান বিদ্যুৎ মিটার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোর চারটা থেকে আনুমানিক ৫ ঘটিকার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। ভবেরচর বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের দোকান মালিক মোঃ খালিদ সরকার , সালাউদ্দিন সহ একাধিক ভুক্তভোগী জানান বিদ্যুতের মিটার চুরি হওয়ায় অস্বস্তিকর গরমে দোকানের বাহিরে বাহিরে সময় কাটছে। ব্যবস্থাপনা কমিটির জোরালো প্রচেষ্টা না থাকলে কবে নাগাদ বিদ্যুৎ পাওয়া যাবে বিষয়টি সকলের কাছেই অনিশ্চিত। বিদ্যুতের মিটার চুরি হওয়ায় একই মিটার এর আওতাধীন সাবমিটার হিসাবে তিন শতাধিক দোকান বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
স্কাইলিংক নেট পরিচালক মমিনুর রহমান মারুফ জানান বহুমুখী উন্নয়ন সমিতির বিদ্যুৎ মিটার চুরি হওয়ায় ২ হাজার ইন্টারনেট গ্রাহকের সেবা বিঘ্ন প্রদানসহ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি । বহুমুখী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা কমিটি আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ে বিদ্যুৎ মিটারের ব্যবস্থা করা হবে। ভবেরচর বহুমুখী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সিনিয়র দলিল লেখক হাফিজ আহমেদ সহ একাধিক সদস্য জানান বুধবার আনুমানিক ভোর চারটা থেকে ৫ ঘটিকার মধ্যে মার্কেটের বিদ্যুৎ মিটার চুরি হয়। নিরাপত্তা প্রহরী লোকবল কম থাকায় চুরির ঘটনায় কাউকে শনাক্ত করা যায় নাই। মিটার চুরি হওয়ার বিষয়ে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গজারিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম মহোদয় কে বিষয়টি অবগত আছেন। যত দ্রুত সম্ভব বৈধ প্রক্রিয়ায় মিটার স্থাপনের ব্যবস্থা করা হবে।গজারিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম অভিলাষ পাল জানান ভবেরচর বহুমুখী উন্নয়ন সমিতির বিদ্যুৎ মিটার চুরি হয়েছে বিষয়টি অবগত হয়েছি। থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে । আবেদনের ভিত্তিতে দ্রুত সময়ে মিটার দেওয়ার ব্যবস্থা করা হবে। চুরি মিটার উদ্ধারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।