বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী উপজেলার ১৩ হাজার ৩ শ ৮০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানো হবে। এরই ধারাবাহিকতায় ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানোর লক্ষ্য এই কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানোর শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারদ্বয় ডাঃ শামসুজ্জামান সবুজ, ডাঃ জান্নাতুন ফেরদৌস, ডাঃ শাহরিয়ার পারভেজ, এমটিইপিআই মাসুদ রানা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনসহ আরো অনেক উপস্থিত ছিলেন।