সাংবাদিক সিরাজুজ্জামানের ওপর হামলাকারীদের বিচার দাবি জেবেলের
মারুফ সরকার,ঢাকা
: বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরামের (জিএমআরএফ) কোষাধ্যক্ষ ও জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামান হেলালের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।
রবিবার (১৯ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবী জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কি পরিমান অবনতি ঘটলে একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। পরিচয় দেওয়ার পরও একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।