শিবগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action plan) প্রণয়নে কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ২৭ জুন সোমবার সকাল ১০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকতারা ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনজিও কর্মকতা, স্কুল, কলেজের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, প্রিন্ট ও ইলেক্টট্রনিক মিডিয়ার সাংবাদিক মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের লোকজন ও অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ কে এম গালিব খান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ দেবেন্দ্র নাথ উরাও, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ মোহাম্মদ আনিসুর রহমান খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মো আবুল হায়াত।
উপজেলা নির্বাহি অফিসার বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসতে হবে। সচেতন হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এজন্য তৃমূল পর্যায়ের মানুষের মতামতের ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পরে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাদের স্ব স্ব মতামত প্রদান করেন।