মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ায় রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা এলাকা থেকে ৩০ জুন বিকালে ৫ কেজি গাঁজা,৩০ বোতল ফেন্সিডিল ও ১ টি সিএনজি গাড়ি সহ ফয়সাল আকবর বাবুল(১৯), সালাউদ্দিন(৩৩) ও পিয়াস(২৪) নামের ৩ মাদকব্যবসায়ীকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আসামী ফয়সাল আকবর বাবুল ফেনী সদরের ধর্মপুর বটতলা এলাকার আবুল কালামের পুত্র,আসামী সালাউদ্দিন বাঁশতলা এলাকার মোঃ আবুল কালামের পুত্র,আসামী পিয়াস দাগনভুইয়া উপজেলার গজারিয়া এলাকার ফকির আহমেদের পুত্র।জেলা গোয়েন্দা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান,গ্রেফতারের পর আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়।